জমি জমা সংক্রান্ত বিরোধ পত্রিকায় সংবাদ প্রকাশের জেওে পাবনার বেড়া প্রেসক্লাবের সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বেড়া প্রতিনিধি উজ্জল হোসেনকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন প্রতিপক্ষের দুর্বৃত্ত ।
বেড়া থানায় লিখিত অভিযোগ জানা যায় , সাংবাদিক উজ্জল হোসেনের সাথে তার চাচতো ভাই হেলালর পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পাশা পাশি বিভিন্ন পত্রিকায় জমিজমা জবরদখল ও প্রতারণার অভিযোগের সংবাদ প্রকাশ হয় এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় আশরাফ আলী প্রাং ও তার সহযোগী মুকুল পক্ষাবলম্ব করে সাংবাদিক উজ্জলকে সরাসরি ও মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদান করে । সাংবদিক উজ্জল হোসেন জানান , মঙ্গলবার সকাল ৯ টায় বেড়ার বৃশালিখা গ্রামের মৃত জুলমত প্রামানিকের ছেলে মুকুল হোসেন (৪৫) মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করে । উজ্জল বলেন , মুকুল স্থানীয় প্রভাবশালী আশরাফ আলীর ছত্রছায়ায় এবং থানা পুলিশের কতিপয় পুলিশ কর্মকর্তার প্রশ্রয়ে এলাকায় একের পর এক অপকর্ম ও সমাজবিরোধী কাজ করে গেলেও কেউ কিছু বলার সাহস পায় না । তিনি আরও বলেন পুলিশ ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে শ্রমিক মুকুল ইতোমধ্যে থানায় দালালি , অবৈধ মাদক ব্যবসা আর যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে বিত্তশালী হয়েছেন । এলাকায় সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জিম্বি করে নানা অপকর্ম করে গেলেও প্রশাসন নবীর দর্শকের ভূমিকায় রয়েছে বলে তিনি অভিযোগ করেন। বেড়া বনগ্রমের আলীম বলেন ২০১৭ সালে মুকুল আমার কাছে চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেওয়াতে সে পুলিশ দিয়ে মাদক দিয়ে ফাসিয়ে দিয়েছিল বেড়ার বিখ্যাত মাদক ব্যবসায়ী যেমন রোকন , জাহানঙ্গীর , ইনু , রাশেদ তার সহযোগী । বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবুল কাশেম জানান অপরাধীকে পুলিশের প্রশ্রয় দেয়ার কোন প্রশ্নই আসে না । আমি ঘটনাটি জেনেছি থানায় সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে । তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
Source: https://www.dainiksangbad24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3/?fbclid=IwAR1WbUOnHHBE76sBv95RzJegAnJmDLkq29tkz3Np4-4r-qtiV3NseObxS0c