স্টাফ রিপোর্টার ঃ সাংবাদিকদের কর্ম দক্ষতা বাড়ানোর লক্ষে ময়মনসিংহে মানবাধিকার মতপ্রকাশের স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি বিষয়ে সংবাদ-প্রতিবেদন’ শীর্ষক প্রশিক্ষণ-কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বার) দিনব্যাপি নগরীর গাঙ্গীনারপাড় গ্রীনপার্ক রেস্টুরেন্টে
বেসরকারি গবেষণা সংগঠন ‘ভয়েস’-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি গবেষণা সংগঠন ভয়েস নিবার্হী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে
এবং কবি স্বাধীন চেীধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার এ.এইচ.এম লোকমান। এ সময় বক্তব্য রাখেন দৈনিক মাটি ও
মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, সিনিয়ার সাংবাদিক নিয়ামুল কবির সজল,জামালপুর জেলা বিটিভি সিনিয়র রিপোর্টার বাবুল হোসেন, কারুজ্জামান মিন্টুপ্রমূখ।
সভাপতির বক্তব্য আহমেদ স্বপন মাহমুদ বলেন, স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকার, জাতিসংঘ, উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো কাজ করে আসছে। বেসরকারি গবেষণা সংগঠন ‘ভয়েস’
সরকারের পাশাপাশি এসডিজি অর্জনের লক্ষে ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) সহযোগিতায় মানবাধিকার, শান্তি, ন্যায়বিচার ও প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করছে, যা এসডিজি’র ১৬ নম্বর লক্ষে
সুষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং বাংলাদেশ সরকার আগামি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ গুরুত্বপর্ণ ভুমিকা রাখার জন্য বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের জন্য অবশ্যই প্রশিক্ষন অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম লোকমান বলেন, সমাজের অবহেলিত মানুষের চিত্র তোলে ধরেন সাংবাদিকবৃন্দ। তাদের বেশি বেশি করে সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান রাখতে হয়। তাদের উপরই নির্ভর করে অনেক সফলতা ও
ব্যর্থতা। কাজেই বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহ করে দেশের কল্যাণে ও জাতির কল্যাণে ভুমিকা রাখার ও আহবান জানান তিনি।